বালিয়াকান্দিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে অফিসার্স ক্লাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, অফিসার ইনচার্জ এস,এম শাহজালাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মতিন ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বালিয়াকান্দি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আঃ সালাম, রামদিয়া বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহবুবা খানম প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন, সহকারী শিক্ষা অফিসার শুশান্ত কুমার বাড়ৈ।
১৯৭১ সালের এ দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আ¤্রকাননে (বর্তমান মুজিবনগর) স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন।
মন্তব্য চালু নেই