নাচিয়ে ঐশ্বরিয়ার প্রশংসায় প্রীতি জিনতা !

বিনোদন জগতের একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টটের প্রশংসা করছে, এমন সংস্কৃতি বিরল। বলিউডেও এমন সংস্কৃতি চর্চা খুব একটা চোখে পড়ে না। বরং বেশীরভাগ সময়ই একজন আর্টিস্ট আরেকজনের ছায়া পর্যন্ত এড়িয়ে চলেন।

কিন্তু তারপরও কেউ কেউ থাকে, এইরকম সংকীর্ণতার তোয়াক্কা করেন না। হ্যাঁ, একসময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতাও বিরলপ্রজদের একজন!

ভারতের জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৭’ এর বিচারকের আসনে বসছেন প্রীতি জিনতা। আর সেখানেই একটি প্রশ্নের সম্মুখিন হয়েছেন তিনি, যা সাধারণত আর্টিস্টদের জন্য বিব্রতকর। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা মোটেও বিব্রত হননি। বরং খুব আত্মবিশ্বাস নিয়ে তিনি প্রশ্নের মোকাবেলা করলেন।

প্রীতি জিনতাকে প্রশ্ন করা হয়েছিলো, বলিউডে সবচেয়ে ভালো নাচে কোন তারকা। প্রীতি কোনোরকম ইতস্ততা না করেই ‘ঐশ্বরিয়া’র নাম বললেন। তিনি বলেন, ঐশ্বরিয়া রায় অসাধারণ একজন নৃত্যশিল্পী। তা ছাড়া তিনি দেখতেও একটা পুতুলের মতোই নিখুঁত। ঐশ্বরিয়া যখন নাচেন, তখন কোনো প্রাণহীন প্লাস্টিক পুতুল নাচছেন বলেও মনে হয় না।

অন্যদিকে ছেলেদের মধ্যে ঋত্বিক রোশানের নাচ তার খুব ভালো লাগেও বলে মন্তব্য করেন এই এই অভিনেত্রী।



মন্তব্য চালু নেই