কারা প্রশিক্ষণ একাডেমীতে শপথ গ্রহণ ও সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/04/131.jpg)
রাজশাহী : রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমীতে ৪৪ তম ব্যাপচের শপথ গ্রহণ ও সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ গ্রহন ও সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯৭জন ছেলে ও ৩৯জন মেয়ে মিলে মোট ১৩৬ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠালে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহন করেন, অতিরিক্ত আই.জি প্রিজন্স কারা অধিদপ্তর ঢাকা, কর্ণেল ফজলুল কবীর। এসময় তিনি প্রশিক্ষণর্থীদের নীতি, নৈতিকতা, ও মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বয়ান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগ ডি.আই.জি প্রিজন্স বজলুর রশীদ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন, জেলার শাহাদত হোসেন,
প্যারেড অধিনায়ক হিসেবে প্যারেড করান, ডেপুটি জেলার আতিকুর রহমান। অনুষ্ঠান শেষে সনদ বিতারণ করা হয়।
মন্তব্য চালু নেই