বিএনপিকে যে পরামর্শ দিলেন হাছান মাহমুদ

খালেদা জিয়া ও তারেক রহমানকে বর্জনের জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে জনতার প্রত্যাশা নামে একটি সংগঠন।

তিনি বলেন, ‘ইন্টারপোলের রেড লিস্টে তারক জিয়ার নাম ওঠায় বিএনপির লজ্জা ঢাকতে গতকাল (বুধবার) সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে লজ্জা ঢাকতে পারবেন না, লজ্জা ঢাকতে খালেদা ও তারেককে বর্জন করুন।’

তিনি বলেন, ‘ইন্টারপোলের রেড লিস্টে তারেকের নাম ওঠায় প্রমাণিত হয়, সে একজন ফেরারি আসামি।’

হাছান মাহমুদ বলেন, ‘সিটি নির্বাচনে ঢাকা উত্তরে তাবিথের বদলে মাহীকে সমর্থন দিতে চেয়েছিলেন বিএনপির অনেক নেতা। দক্ষিণেও মির্জা আব্বাসের পক্ষে অনেকেই ছিলেন না। কিন্তু সমুদ্রের ওপার থেকে তারেকের নির্দেশে আব্বাস ও তাবিথকেই মনোনয়ন দেওয়া হয়েছে।’

‘রতনে রতন চেনে আর সন্ত্রাসী সন্ত্রাসীকেই চেনে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী সিটি নির্বাচনে মানুষ সেই সন্ত্রাসীদের প্রতিহত করবে বলেই আমি বিশ্বাস করি।’

খালেদা জিয়ার নববর্ষ উদযাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তিনি যে শাড়ি পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করেছেন তার দাম ছিল ৮০ হাজার টাকার বেশী। তাকে অত্যন্ত পরিপাটি দেখা গেছে। তিনি যতই পরিপাটি হোন, তার হাতে মানুষের রক্ত ও গায়ে পোড়া মানুষের গন্ধ।’

তিনি আরও বলেন, ‘খালেদা নির্বাচনী প্রচারণায় নামলে তিনি যাদের হত্যা করেছেন, তাদের পরিবার প্রতিরোধ গড়ে তুললে এর জন্য কেউ দায়ী থাকবে না।’

খালেদার উপস্থিতি নির্বাচনের পরিবেশকে সংঘাতময় করে তুলতে পারে এবং নির্বাচনী উৎসবের আমেজ নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সাবেক এই মন্ত্রী।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, আয়োজক সংগঠনের সভাপতি এম এ করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুজ্জামান প্রমুখ।



মন্তব্য চালু নেই