খালেদাকে হানিফ
কোন মুখে ভোট বিপ্লবের কথা বলেন?
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গত তিন মাসে এতগুলো মানুষ পুড়িয়ে হত্যা করে কোন মুখে ভোট বিপ্লবের কথা বলেন, ভোট চাইলেন? গতকাল নববর্ষ উপলক্ষে জাসাসের অনুষ্ঠানে ‘জনগণ ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনায় তিনি একথা বলেন। বুধবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের নবীন বরণ-২০১৫ অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ। হানিফ বলেন, ‘আপনি যখন বর্ষবরণের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ভোট চাইলেন। তখনই আপনার পুত্রের বিরুদ্ধে রেড এলার্ট জারি হয়েছে। একটুও কি লজ্জাবোধ হয়নি আপনার? বিবেকে কি একটু খারাপ লাগেনি? বাংলাদেশের মানুষ রেড এলার্ট জারি হওয়া সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। মানুষ বর্ষবরণের মত ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সঙ্গে বাস করতে চায়।’ হানিফ বলেন, আমরা পৃথিবীর এমন একটা অসভ্য জাতি, যারা অসহায় মানুষকে আগুনে পুড়িয়ে মেরে বার্ন ইউনিট ভরে ফেলে। আগুনে পোড়ানো মানুষের পাশে দাঁড়ানোর জন্য হোমিওপ্যাথি সেবায় কোনো চিকিৎসা আছে কি না তা আপনাদের কাজে লাগানো প্রয়োজন। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সালেহা খাতুন প্রমুখ।
মন্তব্য চালু নেই