নতুন বছরে তাসকিনের নতুন চ্যালেঞ্জ
আজ নববর্ষ। বাংলা পঞ্জিকার নতুন বর্ষের প্রথম দিন। পুরনো বছরের গ্লানি আর ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে সবাই। একান্ত প্রচেষ্টা থাকে পুরাতন ভুলকে শুধরে নতুন বছরে প্রবেশ করা।
জাতীয় তারকারাও এ থেকে পিছিয়ে নেই। জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার তাসকিন আহমেদের ইচ্ছে পুরনো ভুলগুলোকে শুধরে নতুন করে শুরু করবেন বছর। ধানমন্ডিতে এক মঙ্গল শোভাযাত্রা শেষে তাসকিন বলেন, ‘এ বছরে আমাদের অনেক ম্যাচ আছে। আমরা যেন বছরটি খুব ভালো করে কাটাই… প্রতিটি ম্যাচ যেন জিততে পারি সেই লক্ষ্য থাকবে। এটাই আমার নতুন বছরের চ্যালেঞ্জ।’
তরুণ এ পেসার বছরের প্রত্যকটি ম্যাচই জিততে চান। পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। ১৭ এপ্রিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। এরপর পাকিস্তানের বিপক্ষে আরো দুটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর সিডিউল অনুযায়ী ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সব মিলিয়ে নিজেকে মেলে ধরার সুবর্ণ এক সুযোগ পাচ্ছেন তাসকিন।
মন্তব্য চালু নেই