নববর্ষেও বাজছে বেবি ডল
আজ বাঙালির বর্ষবরণের দিন। পুরনো সব দুঃখ-জরা-ব্যাধিকে ভুলে নতুনকে বরণ করার দিন। আজ বাংলা নববর্ষ ১৪২২। আজকের দিনে বাঙালির মাঝে কোন বিভেদ নেই। কে হিন্দু, কে মুসলিম তা নিয়ে কারো মনে কোন সংশয় নেই। বাঙালি মিলেমিশে এক হয়ে মেলায় যাচ্ছেন সাদা ও লাল জামা পরে।
বাংলা নববর্ষকে উপলক্ষ করে দেশজুড়ে বিভিন্ন স্থানে বসেছে মেলা ও গানের আসর। তবে বৈশাখের এই আমেজকে ম্লান করে কোন কোন কর্পোরেট হাউসের আয়োজনে মহল্লার ছেলেদের উদ্যোগে পাড়ায় পাড়ায় বাজতে দেখা যাচ্ছে বেরসিক হিন্দি গানের সুর।
এছাড়াও মোহাম্মদপুর, মিরপুর ও পুরনো ঢাকার বিভিন্ন রাস্তার মোড়ে, চায়ের দোকানে, খেলার মাঠে বেজে উঠছে কারিনার ‘ফেভিকল সে’, সানি লিওনের ‘বেবি ডল’, ‘পানিওয়ালা ড্যান্স’, ক্যাটরিনার ‘শিলা কি জাওয়ানি’, ‘চিকনি চামেলি’ ও হানি সিংয়ের পানি পানি।
মন্তব্য চালু নেই