সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন সানি !
এইতো ক’দিন আগেও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীরা সাবেক পর্নস্টার সানিকে দেখে নাক সিঁটকিয়েছেন, অস্বীকৃতি জানিয়েছেন একসাথে অভিনয়ে। অথচ আজ তার ছবি বি-টাউনের প্রতিষ্ঠিতদের পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
হ্যাঁ, বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া সানি লিওন অভিনীত ‘এক পেহলি লীলা’ ছবিটির কথা। মুক্তির আগে ব্যাপক প্রচারণা পেলেও সানি লিওনের ছবির সাথে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে সুশান্ত সিং রাজপুতের ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী। শুধু ‘ব্যোমকেশ’-ই না, ভারতের হার্টথ্রব নায়িকা আনুশকা অভিনীত ও প্রযোজিত ছবি ‘এনএইচ১০’ ও সানির লীলা’র কাছে মুখ থুবরে পড়েছে।
মু্ক্তির প্রথম দিনেই ৫.৩০ কোটি টাকার ব্যবসা করেছে এক পেহলি লীলা। তারপর থেকে বজায় রেখেছে ধারাবাহিকতা। মাত্র ১৫ কোটি টাকার বাজেটে তৈরি ছবি প্রথম সপ্তাহান্তের মধ্যেই বক্স অফিস থেকে তুলেছে ১১.৫০ কোটি টাকা। যদিও সপ্তাহ শেষ হতে এখনো বাকি আরো ৩ দিন।
এছাড়াও, চলতি বছরের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আয়ের দিক থেকে পাঁচ নম্বরে আছে সানির লীলা! তার আগে আছে বেবি(৩৬.০৭ কোটি), রয়(২৮.৬৮ কোটি), বদলাপুর(২৩.৫ কোটি) ও তেভর(২২.৫ কোটি)।
মন্তব্য চালু নেই