ঢাকায় যানজটে অটোরিকশাতেই সন্তান প্রসব
সবাই জানে ঢাকা যানজটের নগরী। প্রতিদিন দীর্ঘ যানজটে পড়ে কারো চাকরির ইন্টারভিউ মিস হয়, অফিসে যেতে দেরি হওয়ায় কেউ বসের ঝারি খান, কারো বেতন কাটা যায়- এমন ঘটনা হরহামেশায়ই ঘটছে। এমন হাজারো ঘটনার মধ্যে সোমবার আরেকটি ঘটনা যোগ হলো- যানজটে আটকা পড়া সিএনজিচালিত অটোরিকশাতেই দুনিয়ার প্রথম আলো দেখলো মানবশিশু। শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও নবজাতক উভয়েই সুস্থ আছে।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের উল্টোপাশে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে এক আত্মীয়াকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশা যোগে রওনা হন সন্তানসম্ভবা আমেনা বেগম (২৫)। তীব্র যানজটে পড়ে অপেক্ষা করার সময় হঠাৎ করেই তার প্রসব বেদনা ওঠে। যানজট অনেক দীর্ঘ এবং সেখান থেকে বের হওয়ারও কোনো উপায় না থাকায় তীব্র বেদনায় ছটফট করতে থাকেন তিনি। সে অবস্থায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে একটি ছেলে সন্তান প্রসব করেন আমেনা।
যানজট ছাড়লে নবজাতক ও মাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছে।
মন্তব্য চালু নেই