আইপিএলের সেরা পাঁচ সুন্দরী!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট ছাপিয়েও অনেক বেশি চাকচিক্যময় এক ব্যাপার। আর সেখানে আলো ছড়ান এক ঝাঁক নারী উপস্থাপক। তাদের নিয়ে আমাদের এবারের আয়োজন।

ipl 2

 মায়ান্তি ল্যাঙ্গার

রাজস্থান রয়্যালসের অল-রাউন্ডার স্টুয়ার্ট বিনির ঘরনী শুধু আইপিএল-ই নয়, সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে স্টার স্পোর্টসের ধারাভাষ্য দলের সঙ্গেও ছিলেন৷ টেন ক্রিকেটে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে তাঁকে দেখেই প্রেমে পড়েছিলেন অনেকেই৷

ipl 3

 করিশমা কোটাক

তার কথা নিশ্চই মনে আছে অনেকেরই৷ রিয়্যালিটি শো ‘বিগ বস’ -এর সিজন সিক্সে তাঁকে দেখা গিয়েছিল৷ বিগ বসের ঘরে তাঁকে দেখে আইপিএলের আয়োজকদের এতটাই ভালো লাগে যে তাঁকে আইপিএল সিক্সে সঞ্চালিকার ভূমিকায় নিয়ে আসেন৷ তাঁর উপস্থাপনাও ছিল মনে ধরার মতো৷

ipl 4

 অর্চনা বিজয়

নিও স্পোর্টসের সঙ্গে যুক্ত অর্চনাকে ‘ ট্যুর ডাইরি ফর এক্সট্রা কভার’ ও ‘ক্রিকেট মশালা মার কে’ রাতারাতি খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিল তাঁকে৷ এবারও ফুল ফর্মেই রয়েছেন বিজয়৷

ipl 5

সোনালী নাগরানি

গরমাগরম আইপিএল এর প্রথম মৌসুমেই ছিলেন মিস ইন্ডিয়া সোনালী নাগরানি৷ তাঁকে আজও ভুলতে পারেননি অনেকেই৷ আইপিএল-এ এক্সট্রা ইনিংস ছাডা়ও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময় সাইরাস ব্রোচার সঙ্গে একই শো’ তে দেখা গিয়েছিল৷

ipl 6
মন্দিরা বেদী

তাঁর বিখ্যাত ‘নুডল স্ট্র্যাপ’ আজও আলোচনার বিষয়৷ ২০০৩ বিশ্বকাপে কোটি-কোটি মানুষ তাঁকে দেখেছে ভারতের পতাকায় রঞ্জিত চুড়ি ও অসাধারণ ডিজাইনার শাড়ি-ব্লাউজে৷ খেলা সম্বন্ধে তাঁর সেরকম জ্ঞান না-থাকলেও চাকচিক্যে ঠিকই মাতিয়ে রেখেছিলেন দর্শকদের।



মন্তব্য চালু নেই