সোমবার জামায়াতের হরতাল

কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে আগামী সোমবার সকাল-সন্ধ্যা সারাদেশে হরতাল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

শনিবার রাত ১০টার কিছু আগে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়। এরপরই এক বিবৃতিতে হরতাল ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

এছাড়া আগামী রোববার ‘শহীদ কামারুজ্জামানের’ শাহাদাত কবুলের জন্য দোয়া অনুষ্ঠান করবে তারা।

ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতে ইসলামীর সব জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই