মাশরাফিদের সংবর্ধণায় জনতার ঢল

মানিক মিয়া এভেনিউতে চলছে বিশ্বকাপবীর বাংলাদেশের টাইগারদের সংবর্ধনা। দুপুর ২টা থেকে শুরু হলো মাশরাফিদের সংবর্ধনা অনুষ্ঠান। সংসদ ভবনকে পেছনে রেখে তৈরী করা হয় মঞ্চ। অনুষ্ঠান শুরুর আগে থেকেই হাজার হাজার ক্রিকেট ভক্তের আগমণে মুখরিত হয়ে ওঠে পুরো মানিক মিয়া এভেনিউ।

দুপুর ২টা থেকে শুরু হয় বিভিন্ন ব্যান্ডের শিল্পীদের সঙ্গীত পরিবেশন। পাঁচটি ব্যান্ড দল এনে একে সঙ্গীত পরিবেশন করে। এগুলো হলো- মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইট ও নেমেসিস।

বিকাল সাড়ে চারটা নাগাদ মাশরাফির নেতৃত্বে মঞ্চে আসেন বাংলার দামাল ক্রিকেটাররা। তার আগেই মঞ্চে এসে পৌঁছান প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার আগেই পুরো মানিক মিয়া এভেনিউতে জনতার ঢল নামে। লোকে-লোকারণ্য হয়ে যায় পুরো এভেনিউ।

সাকিব আল হাসান ছাড়া উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রায় সবাই।



মন্তব্য চালু নেই