তরুণদের পক্ষে নির্বাচনে মাহী

ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী বলেছেন, ‘আমি বিকল্প ধারার থেকে নয় তরুণদের পক্ষে নির্বাচনে অংশ গ্রহন করেছি। বিকল্প ধারা থেকে এখনও আনুষ্ঠানিক সমর্থন আসেনি। ইনশাল্লাহ আসবে। না আসার কারণ নাই।’

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক ও বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আনিস ভাই ও তাবিথের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তাবিথ আমার ছোট ভাইয়ের মতো।’

ভোটে লড়তে বিএনপির সমর্থন চেয়ে না পাওয়া সম্পর্কে মাহী বলেন, ‘আমি জাতীয়তাবাদী দলের সমর্থন চেয়েছি। তবে সমর্থন না আসার দিন এখনও শেষ হয়ে যায়নি।’

দুই জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে মানুষ হত্যা আর গুম কোনটিই এদেশের জনগণ সমর্থন করে না।’

বিকল্পধারার এ নেতা বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছি। আমি দেখেছি, এখনকার ৬৫ পারসেন্ট ভোটারকে কেউ ভয় দেখিয়ে ভোট আদায় করতে পারবে না।’

নিজের নির্বাচনী প্রচারণা নান্দনিক ধারায় হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।



মন্তব্য চালু নেই