দুই ইচ্ছার একটি পূরণ শুক্রবার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি শুক্রবার রাতেই কার্যকর হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চপদস্থ এক কর্মকর্তা কামারুজ্জামানের শুক্রবার রাতেই ফাঁসি কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন। রাত ১২টা ১ মিনিট অথবা ভোরে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে ঢাকা জেলার সহকারী সিভিল সার্জন আহসান হাবিব কারাগারে প্রবেশ করেছেন। তিনি শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে সেখানে যান।
শুক্রবার রাতে মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে কামারুজ্জামানের শেষ দুটো ইচ্ছার একটি পূরণ হতে চলেছে। মৃত্যুদণ্ড পাওয়া কামারুজ্জামানের কাছে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয়। তিনি দুটি ইচ্ছার কথা জানান। প্রথমটি হলো— শুক্রবার যেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর দ্বিতীয়টি হলো— মৃত্যুদণ্ড কার্যকরের পর যেন তাকে গোসল না দিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
কামারুজ্জামানের প্রথম ইচ্ছাটি পূরণ করতে চললেও দ্বিতীয়টি হবে কিনা— এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মন্তব্য চালু নেই