দর্শকদের মুখে হাসি ফোটাতে চান রুনি

ওয়েন রুনি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেক দর্শকের মুখে হাসি ফোটাতে তিনি মরিয়া। আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে তিনি একথা বলেন।

সিটি শেষ চারটি ম্যানচেস্টার ডার্বিতেই জয় পেয়েছে। সর্বশেষ গত নভেম্বরে সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে রুনির ইউনাইটেডকে ১-০ গোলে হারায় ম্যানুয়েল পেলেগ্রিনির দল।

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান থেকে চারে নেমে গেছে সিটিজেনরা। এই সুযোগটাই কাজে লাগাতে চান ওয়েন রুনি। ডার্বিতে পেলেগ্রিনির দলকে হারিয়ে দর্শকদের মুখে হাসি ফোটাতে চান এই ইংলিশ স্ট্রাইকার।

ওয়েন রুনি বলেন, ‘আগামী ডার্বিতে আমরা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। আমি মনে করি, এটি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির জন্য সমান গুরুত্বপূর্ণ ম্যাচ। দর্শক-সমর্থক ও আমার জন্যও ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।’

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১১ গোল করেছেন ওয়েন রুনি। এর মধ্যে ২০১১ সালের বিখ্যাত ‘ওভারহেড কিক’ গোলটিও রয়েছে। ফলে আগামী ডার্বিতে নিশ্চয়ই সংখ্যাটাকে বাড়িয়ে নিতে চাইবেন রুনি।

প্রসঙ্গত, আগামী রোববার প্রতিপক্ষের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বিতে মুখোমুখি হবে ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানসিটি। টেবিলের চতুর্থ স্থানে থাকা সিটিজেনরা তৃতীয় স্থানে থাকা ম্যানইউ’র চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। শীর্ষে থাকা চেলসির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।



মন্তব্য চালু নেই