সাতক্ষীরায় শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে পোস্টার মারা’র সময় ২জন আটক
আব্দুর রহমান : সাতক্ষীরায় জেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুল করিম সাবু’র বিরুদ্ধে শহেরর পোস্টার মারা’র সময় পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো শহরের পলাশপোল গ্রামের মৃত মোনাজাত আলী’র ছেলে আব্দুল লতিফ মিঠু (২৯) ও পাইকগাছা থানা’র চাঁদখালী গ্রামের আব্দুল গণি’র ছেলে মিনারুল ইসলাম (২৬)। সদর থানা’র এসআই বিধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, শহরের পোস্ট অফিস মোড় এলাকায় পোস্টার মারার সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে ২জনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে আসামী আব্দুল লতিফ মিঠু’র কাছে জানতে চাইলে বলেন, “আমরা তো এতো পোস্টার সম্পর্কে বুঝিনি। শ্রমিক ইউনিয়নের সভাপতি রবি ভাই আমাদের এই পোস্টার মারতে বলেছে।” শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, “ এসব আমি জানিনি-এটা বাজে কথা।” এব্যাপারে শ্রমিকনেতা সাইফুল করিম সাবু বলেন, আমি সন্ত্রাসী কিনা সেটা সাতক্ষীরাবাসী জানে। রাজনৈতিকভাবে আমি প্রতিষ্ঠিত একজন রাজনীতিক। শ্রমিকলীগের সভাপতি হিসাবে এই সংগঠনকে সংগঠিত করে আমি শক্তি অর্জন করেছি এটা ধঃশ করার জন্য আমার বিরুদ্ধে কিছু জামাত-বিএনপি’র সমর্থক নিয়ে আমার দলের কিছু বসন্তের কোকিলরা শ্রমিকলীগকে ধঃশ করার জন্য চক্রান্ত চালাচ্ছে।
মন্তব্য চালু নেই