২৪ এপ্রিল ‘খোকা ৪২০’
দীর্ঘ আইনি লড়াই আর সেন্সর বোর্ডের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ এপ্রিল বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে আমদানিকৃত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘খোকা ৪২০’।
চলচ্চিত্র আমদানিকারক প্রতিষ্ঠান ইন-উইন এন্টারপ্রাইজ জানায়, সব আনুষ্ঠানিকতা শেষে ‘খোকা ৪২০’ ছবিটি আগামী ২৪ এপ্রিল মুক্তি দেয়া হচ্ছে। যদিও এদিন একই প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত ‘থ্রি ইডিয়টস’ নামের একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি দেয়ার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
গত ২৪ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় আমদানিকৃত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘খোকা বাবু’ ও ‘খোকা ৪২০’। তখন আমদানিকারক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছিলো শিগগিরই ছবি দুটি মুক্তি দেয়া হবে।
এদিকে কলকাতার এসকে মুভিজ প্রযোজনায় ‘খোকা ৪২০’ ছবিটি পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেব ও শুভশ্রী। ২০১৩ সালে ছবিটি ভারতে মুক্তি পায়।
মন্তব্য চালু নেই