‘দু-এক দিনের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা’
‘সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীদের নামের তালিকা শিগগিরই ঘোষণা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীদের দেখভাল করা ‘আদর্শ ঢাকা আন্দোলন’র প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বড় পরিসরে সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানান।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের বিষয়ে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আমরা আলোচনা করব। গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ আলোচনা হবে। সেখানে মেয়র ও দুই সিটির কাউন্সিলরদের বিষয়েও কথা হবে।’
তিনি আরও বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বরাদ্দ পাওয়া গেলে দু-এক দিনের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে দলের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন সিটিতে অর্ধশতাধিক মেয়র ও দেড় হাজার কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।
সোমবার মধ্যরাত থেকে সীমিত আকারে প্রচারণা শুরু হয়েছে। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ হলে চূড়ান্ত প্রচারণা শুরু করবে প্রার্থীরা।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সরে দাঁড়ালেন ববি ও সালাম। ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী বিএনপি নেতা আবদুস সালামের পক্ষে তার আইনজীবী মো. সেলিম বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নওয়াবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাজধানীর বনানীতে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী থেকে নিজের সরে দাঁড়ানার ঘোষণা দেন ববি হাজ্জাজ।
সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতা সালাম ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ববি হাজ্জাজ মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাদের দু’জনের নাম নানা সময়ে গণমাধ্যমে আসে।
ঢাকা উত্তরে ২০ দলীয় জোটের প্রার্থী দৌড়ে থাকছেন ব্যবসায়ী নেতা ও বিএনপি চেয়ারপারসেন উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল ও মাহী বি চৌধুরী। অন্যদিকে আবদুস সালাম প্রত্যাহার করায় দক্ষিণে মেয়রপ্রার্থী থাকছেন মির্জা আব্বাস।
মন্তব্য চালু নেই