বক্তব্য দিয়েও ‘বিরত’ খোকন

দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন মাইক হাতে নিয়ে বলেন, ‘ভাইয়েরা আমার। আমি আপনাদের প্রিয় সাঈদ খোকন বলছি, আমাকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। তাই আচরণবিধি মেনে আমি এ সমাবেশে বক্তব্য দেয়া থেকে বিরত থাকলাম।’

বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আযোজিত এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট। সভায় নগর নেতারা সাঈদ খোকনের পক্ষে প্রতিশ্রুতি দিয়ে ভোট চান।

বিকেল সোয়া ৫টায় সমাবেশ স্থলে আসেন মেয়রপ্রার্থী সাঈদ খোকন। তিনি মঞ্চের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে চলে যান। পরে সমাবেশে যথরীতি চলতে থাকে।

এরপর ওই সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। তিনি বলেন, ‘আচরণবিধি মেনেই এই সভা হচ্ছে। আচরণবিধিতে বলা আছে- একটির বেশি হর্ন লাগানো যাবে না। আমরা এটা মেনেই সভা করছি। তারপরও আমাদের প্রার্থী নিয়ম মেনে মঞ্চে উঠেননি। নির্বাচনী কোনো কথাও বলেননি।’

দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচন নানান কারণে দেরিতে হচ্ছে। পুরো জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিসহ সবকিছুর পরিচালিত হয় এই ঢাকা থেকে। ঢাকা শহর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির সন্ত্রাস-জঙ্গিবাদ দমনেও এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিনয়ের সঙ্গে ভোট চাইতে হবে। সাঈদ খোকনকে নির্বাচিত করে শেখ হাসিনার গলে মালা পড়াতে চাই।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন মহি, প্রেডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই