জর্জ ক্লুনির প্রাইভেসির দাম ৬০০ ডলার
হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার শিক্ষক স্ত্রী আমাল ক্লুনি গ্রীষ্মের ছুটি কাটাতে যাচ্ছেন ইতালীর লেক কোমোতে। আর তাই নিয়ে জারি হল নতুন ফরমান। তাদের প্রাইভেসি ভঙ্গ করলেই গুনতে হবে ৬০০ ডলার জরিমানা।
এনডিটিভি জানায়, লেক কোমোতে রয়েছে জর্জ ক্লুনির দুটি ভিলা। আগামী গ্রীষ্মে ওখানেই ছুটি কাটাতে যাচ্ছেন ‘ওশান ইলেভেন’ তারকা। তার বাড়ির আশপাশে নির্ধারণ করা হয়েছে ‘নো-গো জোন’। এর ১০০ মিটারের মধ্যে গাড়ি বা বোট পার্ক করলে বা অনধিকার প্রবেশ করলেই ৬০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে।
টেলিগ্রাফ জানায়, লাগলিও শহরের মেয়র রবার্টো পজ্জি এ সংক্রান্ত আদেশ জারি করেছেন। কেননা এটি তার শহরের সবচেয়ে বিখ্যাত বাড়ি।
জর্জ এখন জুলিয়া রবার্টসের বিপরীতে ‘মানি মনস্টার’ চলচ্চিত্রে শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন লং আইল্যান্ডে। অন্যদিকে আমাল কলম্বিয়া ল স্কুলে শিক্ষকতা করছেন। তাদের সম্প্রতি ম্যানহাটানের এক রেস্টুরেন্টে ডিনার করতে দেখা গেছে। ‘মানি মনস্টার’ এর শুটিং শেষেই মিস্টার এ্যান্ড মিসেস ক্লুনি লেক কোমোতে ছুটি কাটাতে যাবেন।
জর্জ ও আমাল ক্লুনি ২০১৪ সালে ভেনিসে বিয়ে করেন। এটি ছিল ওই বছরের আলোচিত বিয়ের মধ্যে একটি।
মন্তব্য চালু নেই