খালেদার বাসভবনে ফের পুলিশ মোতায়েন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় তার গুলশানের বাসভবনের সামনে ফের বিশেষ পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ১লা জানুয়ারি ওই বাসভবন থেকে পুলিশ তুলে নেওয়া হয়েছিল।

রাত সাড়ে ১০টার দিকে সাত জন পুলিশের একটি দল খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছায় বলে নিশ্চিত করেছে সেখানকার বিশেষ একটি সূত্র।

টানা ৯২ দিন গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করার পর দুইটি দুর্নীতি মামলায় জামিন নিয়ে রোববার ওই বাসভবনে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি এ বাসভবন থেকে গুলশান কার্যালয়ে গেলে সেখানে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন তিনি। ৫ জানুয়ারি কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশি বাধায় কার্যালয়ের ভেতর থেকেই সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন তিনি। এরপর ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেলেও তিনি ওই কার্যালয় থেকে বের হননি। এমনকি স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারিতেও বিএনপির চেয়ারপারসন ওই কার্যালয় ছাড়েনি।



মন্তব্য চালু নেই