সবার দৃষ্টি কেন্দ্রীয় কারাগারে

সবার দৃষ্টি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে। এই কারাগারের কনডেম সেলে রয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। সরকারের নির্বাহী আদেশ পেলে যেকোনো সময় তার ফাঁসি কার্যকর করা হতে পারে।

সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে ইতিমধ্যেই কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। সেই খবরের প্রেক্ষিতেই কারা ফটকের সামনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীসহ উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। আগের চেয়ে কারাগারের আশপাশে পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ কিছু বলতে নারাজ।

সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে সেক্ষেত্রে তিনি সাত দিন সময় পাবেন। আর না চাইলে সরকার চাইলে যেকোনো সময় ফাঁসির রায় কার্যকর করতে পারবে।’

চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা কামারুজ্জামানের ফাঁসি কবে, কখন হবে। তিনি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে তিনি প্রাণভিক্ষা চাইবেন কি-না।



মন্তব্য চালু নেই