কুষ্টিয়া সীমান্তে বিএসএফের দখলে বাংলাদেশির ২০ বিঘা জমি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি কৃষকের ২০ বিঘা জমি দখল করে নিয়েছে। বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষকরা ১৫৭/১ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নিজেদের জমি চাষ করতে গেলে বিএসএফ তাদের অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে। পরে ওই জমি দখল করে নেয়।
মোহাম্মদপুর গ্রামের কৃষক মুকুল মেম্বার জানান, গম কাটার পর জমিতে পাট বপনের জন্য সকালে কৃষকরা পাওয়ার ট্রিলার নিয়ে জমি চাষ করতে যান। এসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের বাধা দেয়।
কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ অস্ত্র উঁচিয়ে তাদের ধাওয়া করে। এসময় কৃষকরা প্রাণ ভয়ে পালিয়ে আসে।
জমি দখলের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জানালে রামকৃষ্ণপুর বিওপির টহলদল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যায়।
৩২ বিজিবির অধীন রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার আবু বক্কর জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিজিবি-বিএসএফ কর্মকর্তা পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে জমি দখলের বিষয়টি নিষ্পত্তি করা হবে।



মন্তব্য চালু নেই