রিজভীর রিমান্ড আদেশ ১ মাসের জন্য স্থগিত

বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে রিমান্ড আদেশ ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে তার রিমান্ড আদেশকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

রিজভীর পক্ষে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার বিকেলে এ আদেশ দেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা জেলার ডিসি, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মামলার তদন্তকারী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, রিজভী আহমেদকে এখনো এই মামলায় রিমান্ডে নেওয়া হয়নি। তাই হাইকোর্টের এ আদেশের ফলে তাকে আর এই মামলায় রিমান্ডে নেওয়া যাবে না।

প্রসঙ্গত, রাজধানীর শেরে বাংলা নগর থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় রিজভীকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করা হলে ৩১ মার্চ ঢাকামহানগর হাকিমতাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সেই রিমান্ড আদেশকে চ্যালেঞ্জ ও মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে গত ২ এপ্রিল আবেদন করেন রিজভী।



মন্তব্য চালু নেই