বিচ্ছেদ চান না সুজানা
বেশ কয়েক মাস ধরেই মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছিলো যে সংগীতশিল্পী হৃদয় খান এবং মডেল ও অভিনেত্রী সুজানার সম্পর্ক ভালো যাচ্ছে না। অনেকেই বলছিলেন ‘ওদের সংসার টিকবে না’। এ ধরনের নানান গুঞ্জনই আছে তাদের ঘিরে। নতুন গুঞ্জন হলো এখন নাকি তারা আর এক ছাদের নিচে থাকছেন না। দুজনের সম্পর্ক এখন ভাঙনের পথে। যে কোনো সময় তারা বিয়ে বিচ্ছেদের মত সিদ্ধান্ত নিতে পারেন বলে শোনা যাচ্ছে। তাদের ঘনিষ্ট বেশ কজন নিশ্চিত করেছেন যে তাদের সম্পর্ক সত্যিকার অর্থেই ভালো যাচ্ছে না। তবে এ বিষয়ে হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
সুজানা বলেন, ‘কয়েকটি সংবাদ মাধ্যমে আমাদের সঙ্গে কোন রকম কথা না বলে নিউজ করেছে। ফলে তারা অনেক বিভ্রান্তি ছড়িয়েছেন। সংসার জীবনে মনমালিন্য ঝগড়া থাকবেই। এগুলো আবার মিটমাট হয়ে যায়। আমি কখনো ডিভোর্স বা বিচ্ছেদ চাই না। যেহেতু আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে তাই পারিবারিক ভাবেই এর সমাধান করা হবে।’
বলে রাখা ভালো, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত বছরের ১ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই শিল্পী দম্পতি।
মন্তব্য চালু নেই