‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় জামিন মঞ্জুর’
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আদালত তার দুর্নীতির দুই মামলার জামিন আবেদন মঞ্জুর করেছেন।
রোববার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী এসব কথা বলেন।
তিনি বলেন, আজ আদালতে খালেদা জিয়া আত্মসমর্পণ করেছিলেন। সম্প্রতি তার পুত্রবিয়োগ, সিনিয়র সিটিজেন হিসেবে আদালত এ জামিন মঞ্জুর করেছেন। তবে মামলার পরবর্তী শুনানির জন্য ৫ মে দিন ধার্য করা হয়েছে।
মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন বিএনপি সিটি নির্বাচনে অংশ নেবে। এ কারণে মামলার পরবর্তী শুনানির দিন সিটি নির্বাচনের পরে নির্ধারণ করেছেন আদালত। দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করেনি। তাই পরবর্তী শুনানির দিনগুলোতে হাজির হয়ে মামলা পরিচালনায় সহায়তা করার কথা জানান তিনি।
মন্তব্য চালু নেই