ম্যানইউর জয়
ঘরের মাঠ সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। ফলে কোন অঘটন ঘটেনি। অনুমিতভাবে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে পরাজিত করেছে রেডডেভিলসরা।
ওল্ডট্রাফোর্ডে ৪৩ মিনিটে ম্যানইউকে প্রথম লিড এনে দেন হেরেরা। ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েন রুনি। তবে এর এক মিনিট পরেই একটি গোল পরিশোধ করে অ্যাস্টন ভিলা। গোলটি করেন বেনটেকে (২-১)। তবে শেষটা করেছেন হেরেরা। ৯০ মিনিটে করেন নিজের জোড়া গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুই ফন গালের শিষ্যরা।
৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার উপরে চেলসি। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানসিটি (৩০ ম্যাচে ৬১ পয়েন্ট)।
অন্যদিকে ইতালির সিরি আ ফুটবলে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এএস রোমা। পার্মার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিলান। তবে পালের্মোকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান।
মন্তব্য চালু নেই