সিটি নির্বাচন আন্দোলনের অংশ : খসরু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সিটি নির্বাচন আন্দোলনের অংশ। নির্বাচনে বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগের গুম, খুন, হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের বিজয় অর্জিত হবে।’

শনিবার নগরীর মেহেদীবাগে বিভিন্ন ওয়ার্ড ও সেন্টার কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, ‘ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। আরামকে হারাম করে মানুষের ঘরে ঘরে গিয়ে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরতে হবে।’

তিনি আরো বলেন, ‘অবৈধ সরকার ৫ই জানুয়ারী জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। নির্বাচনে নিরব ব্যালটের মাধ্যমে জনগণ দুঃশাসনের সমুচিত জবাব দেবে।’

মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড এর মাধ্যমে সকলের জন্য সমান সুযোগ প্রদান করবে বলে আমরা আশা করছি। আর তা করতে ব্যর্থ হলে জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে।’

মহানগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, বন্দর থানা বিএনপি’র সভাপতি এম.এ আজিজ, ডবলমুরিং থানা বিএনপি সভাপতি এস.এম সাইফুল আলম, মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি নাজিমুর রহমান, ইসকান্দর মির্জা, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, মোর্শেদ কাদেরী, মনজুর আলম, জি.এম আয়ূব খাঁন সহ প্রমুখ।



মন্তব্য চালু নেই