সিটি নির্বাচনের পর জাতীয় নির্বাচনের দাবি বিএনপির

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরপরই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার এবং নির্বাচন কমিশনের উচিৎ আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচন সমাপ্তির পর অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতিকে ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করা।
আর তাতে নেতিবাচক পন্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে উদ্ভুত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন তথা সরকার তার দায় থেকে অব্যাহতি পাবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় বিবৃতিতে।

































মন্তব্য চালু নেই