অজয়ের জন্মদিনে ‘দৃশ্যম’ এর ফার্স্ট লুক

প্রকাশ হল অজয় দেবগনের রহস্যধর্মী চলচ্চিত্র ‘দৃশ্যম’ এর ফার্স্ট লুক। একই নামের মালায়লাম চলচ্চিত্রের রিমেক এটি। মূল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মোহনলাল। ‘দৃশ্যম’ এর তামিল রিমেকে অভিনয় করছেন কমল হাসান।

অজয়ের জন্মদিন ছিল বৃহস্পতিবার। ওই দিনই ‘দৃশ্যম’ এর ফার্স্ট লুক প্রকাশ হয়। চলচ্চিত্রের টাইটেলে বেশকিছু সাঙ্কেতিক শব্দ দেখা যায়। আর নিচে লেখা আছে ‘ভিজ্যুয়ালস ক্যান বি ডিসেপটিভ’।

এ চলচ্চিত্রের জন্য অজয় দেবগন নতুন লুক নিয়েছেন। এর জন্য তাকে অনেকটা সময় শরীরচর্চাবিদের সঙ্গে কাটাতে হয়েছে।

‘দৃশ্যম’ এ গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন টাবু।

নিশিকান্ত কামাত পরিচালিত ‘দৃশ্যম’ মুক্তি পাবে ৩১ জুলাই।



মন্তব্য চালু নেই