বাজেট উচ্চাভিলাষী নয়, স্বপ্নবিলাসী : এরশাদ

২০১৪-১৫ অর্থবছরের মহাজোট সরকারের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী নয় বরং স্বপ্নবিলাসী বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরশাদ। বাজেট বিষয়ে জাতীয় পার্টির প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আপনারা এই বাজেটকে স্বাগত জানিয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘স্বাগত জানাচ্ছি না, এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সে বিষয়ে আমার শঙ্কা প্রকাশ করছি।’

বাজেটে প্রতিরক্ষা ছাড়া অন্য সবখাতের বরাদ্দ নিয়েই সমালোচনা করেন এরশাদ।

তিনি বলেন, ‘স্বপ্নবিলাসী বাজেট দিয়ে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানাচ্ছি। এ বাজেট বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই।’

বিরোধী দল হিসেবে সংসদে এ বিষয়ে আপনারা কথা বলবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সংসদে এরচেয়েও কঠিন ভাষায় কথা বলবো।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, ফয়সাল চিশতি, এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।



মন্তব্য চালু নেই