ফিরছেন জুটি বেঁধে…

স্ত্রীর জন্য অভিষেক বচ্চনের ভালোবাসার প্রকাশ নতুন নয়। বচ্চন কূলবঁধূ ঐশ্বরিয়ার পতিভাগ্য অনেকের কাছেই তাই ঈর্ষনীয়। নতুন করে আবারও শিরোনামে এসেছে এ জুটির প্রেম।

সঞ্জয় গুপ্তার ‘জাজবা’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি শেষে রূপালী পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দর্শক, সমালোচক এবং চলচ্চিত্র জগৎ সংস্লিষ্ট সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন এই ছবিটি। বিশ্বসুন্দরীর স্বামী অভিষেকের আগ্রহও দেখার মত। আর তাই স্ত্রীর পাশে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন জুনিয়র বচ্চন।

এ দম্পতিকে একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১০ সালে মনি রতœমের ‘রাবন’ ছবিতে। যদিও ছবিতে ঐশ্বরিয়ার নায়ক অভিষেক ছিলেন না। দক্ষিণী নায়ক বিক্রমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিটি তিনটি ভাষায় মুক্তি পেয়েছিল ভারতে।

স্ত্রীর পাশে থাকতে অভিষেকের অভিনয় নিয়ে পরিচালক সঞ্জয় গুপ্তা টুইট করেছেন, সবকিছু ঠিক থাকলে নাকি ঐশ্বরিয়ার সঙ্গে কিছু দৃশ্যে দেখা দেবেন তার স্বামী। ঐশ্বর্যকে এই ছবিতে একজন উকিলের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে আরও আছেন ইরফান খান, অনুপম খের এবং শাবানা আজমি ।11_kwfhg



মন্তব্য চালু নেই