আসছেন সুনীধি চৌহান ঢাকা মাতাতে

আবারও ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনীধি চৌহান। আগামী ১৭ এপ্রিল মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ মাঠে মিউজিক হল আয়োজিত ‘সুনীধি চৌহান লাইভ ইন কনসার্ট’ এ গান গাইবেন তিনি। কনসার্টে আরও গাইবেন বাংলাদেশের পাওয়ার ভয়েসখ্যাত সজল, ক্লোজআপ ওয়ানখ্যাত বাবু, জান্নাত, কেয়া।

আয়োজক মিউজিক হল সূত্রে জানা গেছে, কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাবে ইএক্সপিও ইন্টারন্যাশনাল লিমিটেড ও ইজি টিকেট ডটকমে। এছাড়া কনসার্ট ভেন্যুতেও টিকেট পাওয়া যাবে। একসঙ্গে ১০ হাজার দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন।

কনসার্টের টিকিট মূল ডায়মন্ড ১০ হাজার টাকা, প্লাটিনাম ৫ হাজার টাকা, গোল্প ৩ হাজার টাকা, সিলভার ২ হাজার টাকা।



মন্তব্য চালু নেই