সানির বিরুদ্ধে এফআইআর

এতোদিন সানির প্রতি দর্শকের চুম্বক আকর্ষনই ছিল খবরের শিরোনাম। এবার পুলিশি হুজ্জোতে বেখবরের শীর্ষে নাম লেখালেন তিনি। প্রচারণার কূট কৌশলের জন্য তার বিরুদ্ধে এফআইআর করেছে এক দর্শক।

বর্তমানে ‘এক পাহেলি লীলা’ ছবির প্রচারণায় ব্যস্ত আছেন বলিউড বেবিডল। সেকারনেই গত রবিবার ভারতের সুরাটে যান তিনি। আগে থেকেই ঠিক ছিল, ডায়মন্ড হাবে অনুষ্ঠিত হবে পুরো অনুষ্ঠান। কিন্তু মাত্রাতিরিক্ত দর্শক সমাগমে বাধ্য হয়ে অনুষ্ঠানের জায়গা বদল করতে হয়।

এরই মধ্যে স্থানীয় এক ব্যক্তি পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন ৩৩ বছর বয়সী অভিনেত্রীর বিরুদ্ধে। তার অভিযোগ, ছবির প্রচারণামূলক এই অনুষ্ঠানে দর্শকসংখ্যা বাড়াতে নিজের টপলেস ছবি বিলিয়ে দিয়েছেন সানি। নৈতিক ও সামাজিকভাবে যা অপরাধের সামিল।

গতবছর এপ্রিল মাসে একইভাবে বিতর্কিত হয়েছিল সানির প্রচারণা। সানি লিওনের বিবসনা ছবি বিলি করার অভিযোগ পাওয়া যায় সেসময়। তবে তখন কেউ আইনি পদক্ষেপ নেয়নি। এবার এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেবে পুলিশ প্রসাশন- তা সময় বলে দেবে। জানা গেছে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।



মন্তব্য চালু নেই