ছাত্রলীগের হামলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড
মানিকগঞ্জে ছাত্রলীগের হামলায় বেউথা মুকুল ফৌজের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কিছু চেয়ার ভাঙচুর করেছে।
সোমবার রাত ১১টার দিকে শহরের বেউথা ঘাটে এ ঘটনা ঘটে।
বেউথা মুকুল ফৌজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। এসময় অন্যদের মধ্যে পৌর মেয়র মো. রমজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অনুষ্ঠানের উদ্বোধনের কিছু সময় পর চলে যান। আলোচনা সভা শেষে মঞ্চে সঙ্গীত পরিবেশন করছিলেন শিল্পী বারী সিদ্দিকী। রাত ১১টার দিকে জেলা ও পৌর ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করে দেয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম সোহা ও সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল জানান, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিল। এসময় ছাত্রদলের কর্মীরাই তাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।
এব্যাপারে মানিকগঞ্জ সদর থানার এসআই মো. শাহআলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য চালু নেই