কাদায় মিশা অতঃপর…

মিশা সওদাগর বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় এবং কিংবদন্তীতুল্য খলনায়ক। অভিনয়ের জন্য বিভিন্ন সময়ে কত চরিত্রেই না তিনি অভিনয় করেছেন। এবার ভিন্ন এক চিত্রে সাইফ চন্দন পরিচালিত টার্গেট ছবিতে দেখা যাবে জনপ্রিয় এ খল অভিনেতাকে।

ছবিতে দেখা যায় কাদা জলে মাখামাখি করে এক অদ্ভূত রূপ ধারণ করেছেন মিশা সওদাগর। শরীরের অর্ধেক অংশ তার ডুবে আছে কাদার মধ্যে। যে মানুষটিকে বাংলা ছবিতে বেশীরভাগ সময় বাঘের মতো গর্জন তুলতে দেখা যায়, সেই মিশা সওদাগর কিনা এবার অভিনয়ের জন্য কাদা জলে মাখামাখি করতে হল। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে এ দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন।

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘এটি হচ্ছে টার্গেট ছবির একটি দৃশ্য। যেখানে মিশা সওদাগর হচ্ছেন একজন সমাজ সেবক। কিন্তু তার এ সমাজসেবক তকমার আড়ালে মানুষের সঙ্গে জমি দখলসহ আরও বিভিন্ন অন্যায় করে বেড়ায়। এরইমধ্যে একদিন মিলনদের জমি দখল করতে যায় তখন আনিসুর রহমান মিলনের সঙ্গে মিশা সওদাগর গ্রুপের মারামারি হয়। মারামারির এক পর্যায়ে মিলন মিশা সওদাগরকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দেয়। তখনই মিশা সওদাগরের চেহারায় কাদা মেখে এ ধরনের অবস্থা হয়ে যায়।’

টার্গেট ছবিতে আনিসুর রহমান মিলন ও মিশা ছাড়াও আইরিন, নিরব, অমৃতা, ডন, তানভির, তন্ময়সহ আরো অনেকে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। এ ছবিতে একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকবে। চলতি বছরেই  ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।ddddd



মন্তব্য চালু নেই