অনুরাগে কঙ্গনা

পর্দায় আরও একবার জমে উঠতে চলেছে অনুরাগ-কঙ্গনা কেমিস্ট্রি। প্রায় আট বছর পর আবার পরিচালক অনুরাগের ছবিতে ফিরছেন বলিউড সুন্দরী কঙ্গনা রানাওয়াত।

kanganaranaut51‘বম্বে ভেলবেটে’ ছবির পর আরও একটি চিত্রনাট্য নিয়ে ব্যস্ত আছেন অনুরাগ। ইতোমধ্যে ছবির গল্প লেখার কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু ছবির নাম এখনও ঠিক করা হয়নি। শোনা যাচ্ছে, এই ছবিতেই নায়িকার চরিত্রের জন্য কঙ্গনাকে অফার করেছেন পরিচালক। আর তাতে রাজিও হয়ে গিয়েছেন নায়িকা।

হবেন না কেন? এই অনুরাগ বাসুর জন্যই তো তিনি আজকের কঙ্গনা রানাউত হতে পেরেছেন। গ্ল্যামার ওয়ার্ল্ডে তার প্রবেশ পরিচালক অনুরাগ বাসুর হাত ধরে। ২০০৬ সালে অনুরাগের ‘গ্যাংস্টার’ ছবিতে নায়িকার চরিত্রে প্রথম আবির্ভাব ঘটে কঙ্গনার। আর প্রথম ছবিতেই মাত করে দিয়েছেন তিনি।

এরপর ‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে দেখা গিয়েছিল এই পরিচালক-নায়িকা জুটিকে। নতুন এ ছবির গুজব সত্যি হলে আগামী বছরেই অভিষেক পরিচালকের হাত ধরে রূপালী পর্দা কাঁপাবেন জাতীয় পুরস্কার বিজয়ী বলিউডি ‘কুইন’।



মন্তব্য চালু নেই