ফেমিনিস্ট আইকন অ্যাঞ্জেলিনা জোলি
শ্রেষ্ঠ ফেমিনিস্ট আইকন হিসেবে নির্বাচিত হলেন হলিউডি অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। ধর্ষণের বিরুদ্ধে তার প্রচারণার জন্যই মূলত এই খেতাব জিতেছেন তিনি।
‘রোজ অ্যান্ড উইলার্ড’ নামের এক প্রতিষ্ঠানের জরিপের ফলেই অ্যাঞ্জেলিনা জোলি এই সম্মান পেয়েছেন। সংস্থা থেকে জানানো হয়েছে, প্রচারণাকে যেভাবে ধর্ষনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন জোলি, তাতে এই সম্মাননা তার প্রাপ্য।
শুধু নারীশক্তিই নয়- নিজের জীবনেও তিনি যেভাবে নারীত্ব উপভোগ করেন, তাতে অনুপ্রাণিত হয় অনেক নারী। স্তন ও জরায়ু কেটে ফেলেছেন ক্যান্সারের জন্য- তবুও তিনি নারীত্বের মহিমায় উজ্জ্বল। তিনি বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন নারী শুধু শরীরে নয়- নারী মেধা, হৃদয়, মস্তিষ্কে। তিনিই যে ফেমিনিস্ট আইকন হবেন, তা প্রত্যাশিত। সাধারণ মানুষের ভোটও প্রমাণ করলো সে কথা। ফেমিনিস্ট আইকন হিসেবে দ্বিতায় স্থানে থাকা এমা ওয়াটসনের ক্যাম্পেনের নাম ‘হি ফর শি’। নারী পুরুষকে পাশাপাশি রাখার এমন প্রয়াস স্বীকৃতি পেল। এছাড়াও সেরা ফেমিনিস্টের তালিকায় আছেন টেলর সুইফট, বিয়ন্সে নোয়েলস, প্যাট্রিসিয়া আর্কেট প্রমুখ।
মন্তব্য চালু নেই