সার্বিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল

ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের গোলে ইউরো বাছাই পর্বের গ্রুপ ‘আই’-এর শীর্ষে উঠল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। রবিবার সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সমতায় ফিরেও শেষরক্ষা করতে পারল না সার্বিয়া। ইউরো বাছাইয়ে সার্বিয়াকে ২-১ হারাল রোনালদো অ্যান্ড কোং।

১০ মিনিটে ডিফেন্ডার রিকার্ডো কারভালহোর গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। তবে চোটের কারণে তাকে তুলে নেওয়া হয়। যে কারণে দ্বিতীয়ার্ধে রক্ষণে বেগ পেতে হয় পর্তুগালকে। ৬১ মিনিটে সার্বিয়াকে সমতায় ফেরান চেলসির ফুটবলার নেমানজা ম্যাটিক।

যদিও তার গোলটি অফ-সাইড ছিল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ২ মিনিট পরই সার্বিয়ার জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন কোয়েন্ত্রাও। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ সার্বিয়া। তবে সার্বিয়ানদের বিপক্ষে এদিন (রোববার) ম্যাচে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি সিআর সেভেনকে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বের দিকে আরও একধাপ এগিয়ে গেল ফার্নান্ডো স্যান্তোসের দল।



মন্তব্য চালু নেই