অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন না মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তা জমা দেননি। আজ রোববার মনোনয়নপত্র জামা দানের শেষ তারিখ থাকলেও মান্নার পক্ষে কেউ তা জমা দেয়নি বলে রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে।

গত মঙ্গলবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়ন কিনেন তার দলের নেতাকর্মীরা।

তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। আজ ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।

প্রসঙ্গত, সরকার বিরোধী টেলিফোন সংলাপ ফাঁস হওয়ার পর মাহমুদুর রহমান মান্নাকে গত ২৪ ফেব্রুয়ারি আটক করেছে সাদা পোশাকধারী গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।



মন্তব্য চালু নেই