ব্রিটনির তৃতীয় বিয়ের খায়েশ

পরপর দুইবার বিবাহ বিচ্ছেদ ঘটার পরও বিয়ের খায়েশ কাটেনি পপ তারকা বিট্রনি স্পিয়ার্সের। তাই সুযোগ পেলে আবারো বিয়ে করতে চান ৩৩ বছর বয়সি এই শিল্পী।

দ্বিতীয় স্বামী কেভিন ফেডেরলাইনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বেপরোয়া জীবনে অভস্থ হয়ে উঠেন বিট্রনি। সেই সুবাধে প্রায়ই অভিজাত পানশালায় মধ্যরাত পাড় করতেন। সেসময়ই প্রোডিউসার চার্লি এবারসলের সঙ্গে সখ্যতা গড়ে উঠে ব্রিটনির। গত ছয় মাস ধরে অনেকটা প্রকাশ্যেই দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। এ সম্পর্কে জানতে চাইলে পিপল’স ম্যাগাজিনকে তিনি বলেন, ‘পরস্পরকে ভালোবাসা, দুজনের দুজনকে সম্মান করে চলা, সৎ থাকা, মনের সব কথা খোলাখুলি ভাবে বলার কারণেই দুজনের সর্ম্পকটা এগিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সুযোগ পেলে অনেক কিছুই ঘটতে পারে। তবে এতসব নিয়ে এখনই চিন্তা করতে চাই না।’

এদিকে বিট্রনি তার দুই ছেলেকে তৃপ্ত, তারপরও ভবিষ্যতে আরও একটি সন্তান চান। যদি সেই সন্তানটি মেয়ে হয়, তবে তাকে নিচের ক্ষুদ্র সংস্করণ হিসেবেই গড়ে তুলবেন বলেও জানান।



মন্তব্য চালু নেই