মডেলিং, ফটোগ্রাফিতে এগিয়ে চলেছেন এ সময়ের দীপু খান
এম এ শিমুল : যেকোন দূর্লভ মুহুর্তের স্মৃতিকে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখে স্মৃতিকাতর মানুষেরা। আর হারানো অনেক স্মৃতিই বারবার ফিরে আসে ফটোগ্রাফীতে। স্মৃতি ধরে রাখার ফটো গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে ফটোগ্রাফীর প্রতি মানুষের চাহিদাও দিনেদিনে অনেক বেশী বৃদ্ধি পাচ্ছে।
মনের কোনায় জমে থাকা স্মৃতিগুলো ফটোগ্রাফীর মধ্য দিয়ে বারবার চোখের সামনে ভেসে উঠে বলে শখ করে অনেকেই তাদের প্রিয় মূহুর্তের স্মৃতিগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখেন। কিন্তু সময়ের বিবর্তনে শখের ফটোগ্রাফী এখন পেশায় পরিনত হয়েছে।
বিয়ে, জন্মদিনসহ নানা পারিবারিক ও সামাজিক আয়োজনে আর যাই হোক ছবি তোলা লাগবেই। আর ক্যামেরার ফ্রেমে যিনি মানুষের প্রিয় মুহুর্তের দৃশ্যগুলোকে যিনি স্মৃতির পাতায় স্থান করে দেন নিজের নান্দনিকতায় তেমন একজন ফটোগ্রাফার তথা ক্যামেরা শিল্পী দীপু খান। ওয়েডিং ফটোগ্রাফী দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে মডেলিং ফটোগ্রাফীর সাথেও তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন।
দেশের উদিয়মান অনেক মডেলকেই নিজের ক্যামেরার কারিশমায় মিডিয়ার সামনে তুলে ধরেছেন সযত্নে অবলীলায়। অসাধারন শৈল্পিকতায় শোবিজের ঝলমলে ভুবনে তার অবস্থান সমসাময়িক অনেক আলোকচিত্রীর চেয়ে একধাপ এগিয়ে রয়েছে। নিজের দক্ষতা,যোগ্যতা ও মুন্সীয়ানার সমন্বয়ে ফটোগ্রাফীর ভুবনে নিজেকে শীর্ষস্থানে উন্নীত করেছেন দিপু খান।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :
মন্তব্য চালু নেই