লেজার মেডিকেল চুল প্রতিস্থাপনে ১০% ছাড়!
অল্প বয়সে চুল পড়ে যাওয়া বা টাক সমস্যা নিয়ে ভুগছেন দারুন দুশ্চিন্তায়। প্রাপ্ত বয়ষ্ক হওয়ার আগেই বুড়িয়ে যাওয়ায় নিজের অবস্থান নিয়ে প্রতিনিয়ত হচ্ছেন বিব্রত। অথচ এই সমস্যার উপযুক্ত সমাধান নিয়ে আপনার দোরগোড়ায় হাজির লেজার মেডিকেল। বাড়তি পাওনা হিসেবে থাকছে প্রচলিত সেবামূল্য থেকে ১০% পর্যন্ত ছাড়।
বিশ্বমান সম্পন্ন চুল প্রতিস্থাপনের নতুন ও আধুনিক সেবার নিশ্চয়তায় দিচ্ছে লেজার মেডিকেল সেন্টার। খুব সহজেই চুল প্রতিস্থাপন করার সুযোগ রয়েছে এখানে। চুলের গোড়া শক্ত করা এবং গোড়া থেকে নতুন চুল গজাতে প্রতিস্থাপনের কোনো জুড়ি নেই। গ্রাহক সেবায় এই ছাড় চলবে পুরো মার্চ মাস জুড়ে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ১২১/ সি, গুলশান এভিনিউ, গুলশান ২, ফোন- ০১৭১১৬৬০৯৩৮ ও সীমান্ত স্কয়ার (রাইফেলস স্কয়ার), নিচতলা, ধানমণ্ডি, ০১৭২৭০০১১৯৯, www.lasermedicalbd.com; facebook/lasermedicalcenter
মন্তব্য চালু নেই