১১ বছরের ছোট মীরাকেই বিয়ে করছেন শহীদ
বলিউড অভিনেতা শহীদ কাপুরের জন্য অনেক মেয়েরাই পাগল ছিলো। শুধু সাধারণ মেয়ে নন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, বিদ্যা বালান এবং সোনাক্ষি সিনহাও তার প্রেমের জল খেয়েছেন বলে বলি পাড়ায় গুঞ্জন আছে।
এবার সবার মন ভেঙে এই বলিউড স্টার বিয়ে করতে যাচ্ছেন। ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। শহীদের হবু স্ত্রীর নাম মীরা রাজপুত। ২৩ বছর বয়সী দিল্লির এ কন্যার সঙ্গেই গত জানুয়ারি মাসে বাগদান হয়েছে ৩৪ বছর বয়সী শহীদের। চলতি বছরের শেষের দিকে এ দুজনার বিয়ে অনুষ্ঠিত হবে বলেও খবর রটেছে।
মন্তব্য চালু নেই