যৌন নিগ্রহের শিকার ভারতীয় অভিনেত্রী

ভারতে দিন দিন নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এর থেকে রেহাই পাচ্ছেন না তারকারাও। সেই ধারাবাহিকতায় এবার যৌন নিগ্রহের শিকার হলেন অভিনেত্রী মোনা বাসু।

‘পরিচয়’ ও ‘যোদ্ধা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী মোনা বসু গত ১১ মার্চ রাতে বাড়ি ফেরার সময় যৌন নিগ্রহের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে মুম্বইয়ের ভারসোভা জেটির কাছে।

এদিকে ঘটনার পরপরই ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন মোনা। এই অভিযোগের সূত্র ধরে রণদীপ কুমার নামে একজন গ্রেফতারও করেছে পুলিশ। আন্ধেরির একটি আদালতে অভিযুক্ত ব্যক্তিকে হাজির করা হলে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।



মন্তব্য চালু নেই