৩৭শে পা রাখলেন বলিউডের মুকুটহীন রানী!
এক সময়ের বলিউডের মুকুটহীন সম্রাজ্ঞী রানী মূখার্জী ২১শে মার্চ শনিবার ৩৭ বছরে পা রাখলেন।
বলিউডের এই সুন্দরী বাঙ্গালী রমনী তার অভিনয় দিয়ে ইন্ডান্ট্রিতে স্বকীয়তা তৈরি করেন। শক্তিশালী অভিনয় আর বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে নিজের ক্যারিয়ারকে এক অনন্য মাত্রায় নিয়ে যেতে সমর্থ হন। অভিনয় দিয়ে আঞ্চলিক ও জাতীয় পুরষ্কার অর্জন ছাড়াও আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হন তিনি। ব্ল্যাক, নো ওয়ান কিলড্ জেসিকা এবং সম্প্রতি মারদানি সিনেমায় অভিনয় করে তার অভিনয় জীবনকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়।
২০১৪ বছরটি মূখার্জীর জন্য ছিলো বিশেষ একটি বছর! কারণ এ বছরেই তিনি সিনেমা নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন।
‘রাজা কি আয়েগে বরাত’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে জায়গা করে নেয়া এই অভিনেত্রীর প্রথম জনপ্রিয় সিনেমার নাম ‘গুলাম’। তার বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের বর্তমান সময়ের অন্যতম নায়ক আমির খান। তার পরবর্তী ব্লকবাস্টার সিনেমার নাম ‘কুচ কুচ হোতা হ্যায়’; এই সিনেমায় অভিনয়ের পর রানীকে আর পেছনে ফিরতে হয়নি। তার অভিনয়ে বলিউডে তৈরি হয় একটা আলাদা নিজস্বতা।
মন্তব্য চালু নেই