অস্ট্রেলিয়ার কথা বলে সিঙ্গাপুরে কাজী জাফর

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। যদিও তিনি অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রোববার কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা জানিয়েছেন বর্তমানে কাজী জাফর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোলাম মোস্তফা জানান, ৩০মে তিনি উন্নত চিকিৎসা ও পূর্ণাঙ্গ মেডিকেল চেক-আপের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করেন। দীর্ঘ যাত্রাপথে ঝুঁকি না নেয়ায় তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজী জাফরের মেয়ে কাজী সনিয়ার বরাত দিয়ে তিনি আরো জানান, বর্তমানে তার (কাজী জাফরের) স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। আগামীকাল তাকে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় ওয়েস্টমিড হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।



মন্তব্য চালু নেই