কারো দয়ায় নয় জনগণের ভালোবাসায় চলছে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘বিএনপি কারো দয়ায় চলে না। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার দেশের সব কিছুতেই ফরমালিন দিয়েছে। তারা পুরো সমাজে ফরমালিন দিয়েছে। তারা ব্যাংক শেয়ারবাজার থেকে শুরু করে সব ধ্বংস করেছে।’

জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি প্রসঙ্গে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফখরুল।

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অবৈধ শক্তিকে সমর্থন দিয়েছেন। ১৯৮৬ সালে বলেছিলেন এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু তিনি সেই নির্বাচনে গিয়েছিলেন। জাতীয় পার্টি-জামায়াতকে সঙ্গে নিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছে। ২০০৭ সালে মইন-ফখরুদ্দিন সরকারকে বলেছিলেন আন্দোলনের ফসল। তাদের বৈধতা দেয়ার কথাও বলেছিলেন। অনেক ক্ষেত্রে দিয়েছেনও।’

তিনি বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বহুবার ধ্বংসের চেষ্টা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে স্বাধীনতার শত্রুরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে মনে করেছিলো দেশের জাতীয়তাবাদী শক্তি নষ্ট হয়ে যাবে। বিএনপির কথা বলার কেউ থাকবে না।’

তিনি বলেন, ‘গত ৩দিন ধরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী পালন করছি। আজও বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি লালবাগ, সদরঘাট, চকবাজার এলাকায় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দেয়া হয়েছে।’

অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সখ্যতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিলো। এবারো সুপরিকল্পিতভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। এ সময় ‘আওয়ামী লীগ আরও পচলে আমরা আন্দোলনে যাব’ সম্প্রতি দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, ‘ইলেকশনে না এসে বিএনপি নিজেই পচে গেছে। আমরা এখন বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখছি। না হলে তাদের এতো কথা আসে কোত্থেকে?’



মন্তব্য চালু নেই