কারাগারে মান্নার সাথে দেখা করলেন স্ত্রী-কন্যা

ঢাকা কেন্দ্রীয় করাগারের হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী মেহের নিগার ও মেয়ে নিলম মান্না।

শুক্রবার বেলা ২টায় স্ত্রী ও মেয়ে কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার আবেদন করলে কর্তৃপক্ষ মান্নার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ নেসার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর দুইটার দিকে তারা কারাগারে এসে দেখা করার জন্য আবেদন করেন। পরে কারা কর্তৃপক্ষ মান্নার সঙ্গে দেখা করতে দেন। প্রায় আধা ঘন্টা মান্নার সঙ্গে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এ সময় তারা মান্নার শারীরিক অবস্থার খোঁজ-খরবও নিয়েছেন।

কারাগার থেকে বেরিয়ে নিলম মান্না বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের তুলনায় খারাপ। ঠিকমতো হাঁটতে পারছেন না। ডাক্তার এনজিওগ্রাম ও এমআরআই করতে বললেও পরীক্ষাগুলো না করেই তাকে কারা হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ ও কারারক্ষীদের সহায়তায় মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।



মন্তব্য চালু নেই