যশোরে চাঁদাবাজ, চোর ও প্রতারক আটক
আবিদুর রেজা খান, যশোর ।।
## যশোরে দুই চোর আটক
যশোর অফিস: যশোর কোতয়ালি পুলিশ শহরের শেখহাটি জামরুল তলা এলাকা থেকে ফারুক হোসেন নামের এক কসাইকে আটক করেছে। সে ওই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র। এ সময় তার কাছ থেকে চোরাই গরুর জবাই করা মাথা ও গরুর মাংস উদ্ধার করেছে। পরে পুলিশ গরু চুরির সাথে জড়িত থাকার অপরাধে ছানোয়ার নামে আরাক চোরকে আটক করেছে। সে শহরের ঘোপ জেলরোড বৌ বাজার এলাকার বাসিন্দা।
শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা যশোর সদরের রাহেলাপুর গ্রামের ফারুক হোসেনের গোয়াল ঘর থেকে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের দু’টি গরু চুরি করে নিয়ে যায়। ওই রাতে গরুর মালিখ ফারুক হোসেন গরু খুঁজতে থাকে। সকালে শেখহাটি জামরুল তলার কসাই ফারুকের মাংসের দোকানে রাখা গরুর মাথা দেখে সনাক্ত করে। এ সময় থানায় খবরদেয়।খবর পেয়ে এএসআই আমিনুর রহমান কসাই ফারুককে আটক করে। দোকানে থাকা ২২ কেজি মাংস ও গরুর মাথা উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চুরির সাথে জড়িত থাকার অপরাধে ছানোয়ারকে আটক করে।এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
## যশোরে তিন প্রতারক আটক
যশোর অফিস: যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের চুড়িপট্টি আবাসিক হোটেল চৌধুরীতে অভিযান চালায়। এ সময় তিন প্রতারককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,বাগের হাট জেলা মোল্যার হাট উপজেলা কোদালিয়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র আবুল কাশেম,কুষ্টিয়া জেলা কুমার খালী উপজেলা চাপড়ার চর গ্রামের আব্দুল আজিজের পুত্র শাহআলম ও কুষ্টিয়া জেলাকুমার খালী উপজেলা নিয়ামত বাড়ি গ্রামের মৃত কুদ্দুসের পুত্র সেলিম।
শনিবার দিবাগত গভীর রাতে যশোর সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই রফিকুল ইসলাম ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের ১২ নং কক্ষে তাদেরকে াাটক করে। পুলিশ জানায় শহরের নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর জন্যে তারা রুম ভাড়া নিয়ে অবস্থান করছে। পুলিশ আরো জানায়,আটককৃতরা মলমপার্টির সদস্য । তবে তাদের আচারন সন্দেহজনক। সে কারনে তাদের আটক করা হয়েছে।
## যশোরে এক চাদাবাজ আটক
যশোর অফিস: যশোর কোতয়ালি পুলিশ এলজিইডি ভবনে নির্বাহী প্রকৌশলীর কক্ষ হতে আব্দুস সবুর নামের এক চাদাবাজকে আটক আটক করেছে। সে যশোর শহরতলী পালবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র।
রোববার সকালে চাদাবাজ সবুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট গিয়ে অনৈতিকভাবে অর্থ দাবি করে। এক পর্যায় সে নির্বাহী প্রকৌশলীকে হুমকী দেয়। এ ঘটনায় তিনি কৌশলে কোতয়ালি থানায় খবর দেয়। খবর পেয়ে এএসআই ইস্রাফিল নির্বাহী প্রকৌশলীর কক্ষ হতে আব্দুস সবুরকে আটক করে।
মন্তব্য চালু নেই